মমতা ব্যানার্জির গ্রেফতারের দাবী জানাচ্ছি,সন্দেশখালীর ঘটনা নিয়ে খড়গপুর থেকে মন্তব্য শুভেন্দু’র ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মমতা ব্যানার্জির গ্রেফতারের দাবী জানাচ্ছি,শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালিতে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের ঘটনায় ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী,এইদিন
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়গপুর শহরের ঝাপেটাপুর এলাকায় বিজয় সংকল্প সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে খড়গপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মুকেশ হুমনে তৃনমূল ছেড়ে বিজেপি তে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অগ্নিমিত্রা পাল। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা, পাশাপাশি তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শাজাহানকে ৫৪দিন ধরে লুকিয়ে রেখেছিল,পাশাপাশি একাধিক প্রসঙ্গ তুলে এই দিন রাজ্যের আইন ব্যবস্থা নিয়েও মুখ খুললেন তিনি,পাশাপাশি এই জেলার এগরা সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনি বলেন এর আগে ট্রেলার দেখেছিলেন আজ পুরো বইটা দেখলেন, পাশাপাশি তুমি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠনের দাবি জানাবে বিরোধী দলনেতা, পাশাপাশি এই ঘটনায় পুলিশ প্রশাসনের উপর নিশানা করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *