
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শুক্রবার ভোরবেলা সারের দোকান আগুনে পুড়ে ছাই ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের ছোট পাতারি গ্রামে।আনুমানিক ভোর চারটা নাগাদ হঠাৎ সারের দোকানের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এলাকাবাসীরা জানতে পেরে খবর দেয় সারের দোকানের মালিক কে ভোর বেলায় ছুটে আছেন দোকানের মালিকএলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণ আনতে পারিনি ইতিমধ্যে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনা স্থলে আগুন নিয়ন্ত্রণ আনতে আনতেই পুড়ে ছারখার হয়ে যায় দোকানের থাকা সামগ্রিক। দোকানের মালিক সুধাংশু মজুমদার জানান ভোররাতে খবর পায় তার দোকানে আগুন লেগেছে ইতিমধ্যে দমকলে খবর দিলে দমকল বাহিনী সাতটা নাগাদ এসে পৌঁছায় ইতিমধ্যে দোকানে সব জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায় দোকানে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনো সঠিকভাবে না জানলেও অনুমান করছেন ২৫ থেকে ২৬ লাখ টাকার যাবতীয় জিনিস পুড়ে ছারখার হয়েছে ।ইতিমধ্যে অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে দোকানে।












Leave a Reply