
ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা :- ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার প্রনত টুডুর সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের গজাশিমূল ফুটবল মাঠে বুথ ভিত্তিক নির্বাচনী কর্মীসভার আযোজন করা হয় বিজেপি দলের পক্ষ থেকে। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার প্রনত টুডু সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা।
এবার লোকসভা ভোটে বিজেপিকে জিতিয়ে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ঝাড়গ্রামে গজাশিমূল মাঠে বিজেপির প্রকাশ্য বুথ কর্মী সম্মেলনে শুভেন্দু বলেন, তৃণমূল আদিবাসী বিরোধী। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর নির্বাচনের সময় তৃণমূলের বিধায়করা যশোবন্ত সিংকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তির স্বপক্ষে রাজ্যের সিআরআই রিপোর্ট কেন্দ্র সরকার দশবার চিঠি দিয়ে চেয়ে পাঠালেও রাজ্য সাড়া দেয়নি বলে অভিযোগ করেনশুভেন্দু। কুড়মিদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, মন্ত্রী বিরবাহা হাঁসদা, শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালার অভিযোগের ভিত্তিতে দায়েক হওয়া মামলায় গত বছর কুড়মি নেতারা জেল খেটেছে। এরপর শুভেন্দু প্রশ্ন করেন, যাঁরা আপনাদের সঙ্গে এমন করল তাদের সঙ্গে কি করা উচিৎ?
শুভেন্দুর অভিযোগ, আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো, আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের অনুপ মাহাতোরা ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেটিং করছেন।
রাজ্যে ৫৪০০ ভুয়ো অযোগ্য শিক্ষককে বাঁচাতে ২৫ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন শুভেন্দু। এদিন সভায় ছিলেন ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডু, বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, রাজ্য সম্পাদক উমেশ রায়, রাজ্য কমিটির সদস্য সুখময় শতপথী প্রমুখ। বিজেপির জেলা মিডিয়া কনভেনর প্রশান্ত মজুমদার জানান, ঝাড়গ্রাম লোকসভার ২০,০২৯ টিবুথ থেকে কর্মীরা এসেছিলেন।












Leave a Reply