ভোট প্রচারে বেরিয়ে সিপিআইএম প্রার্থী অলকেশ দাস করলেন বৃক্ষ রোপন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  তীব্র দেবদাহের মধ্যে ভোট প্রচারে কোনোরকম ঘাটতি রাখতে চাইছেননা রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। সেরকমই দেবদাহ থেকে কিছুটা রেহাইপেতে সকালসকাল ভোটপ্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাস।সকাল সকাল হুট্ খোলা গাড়িতে একাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাহেরপুর এলাকায় ভোট প্রচার করলেন অলকেশ দাস। তীব্র দাবদেহ থেকে মানুষ কে রেহাই দিতে করলেন বৃক্ষ রোপন।তবে এই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রার্থী ভোট প্রচারে বেরিয়ে করলেন বৃক্ষ রোপন। যদিও প্রার্থীর এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *