গার্ড অব অনার,গান স্যালুটে চিরবিদায় সিআরপিএফের হেড কনেস্টবল অরূপ সাইনীকে।

আবদুল হাই, বাঁকুড়াঃ শনিবার ভোরে মনিপুরের বিষ্ণুপুর জেলায় কুকি জঙ্গিদের হামলায় নিহত সিআরপিএফের ১২৮ ব্যাটালিয়নের জোয়ান অরূপ সাইনীর কফিনবন্দি দেহ রবিবার গ্রামের বাড়িতে ফিরলো। প্রিয় মানুষকে হারিয়ে পরিবার ভেঙে পড়েছে কান্নায়, শোকে-দুঃখে পাষান জোয়ানের স্ত্রী,ছোট্ট ছেলে মেয়ে। পাড়া প্রতিবেশী থেকে গ্রামের মানুষ, সকলেই শোকাহত, প্রত্যেকের চোখে জল কোন বাধা মানছে না। সব মিলিয়ে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রাম যেন জীবন্ত মৃত্যু পুরী যেখানে কান পাতলে শোনা যায় শুধু পরম আত্মীয় প্রায়নে করুন বিলাপ আর একনাগারে হৃদয় বিদায়ক কান্নার করুন আওয়াজ।
জোয়ানের কফিনবন্দি মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গ্রামের সর্বস্তরের মানুষ বহু আগে থেকেই উপস্থিত হয়েছিল গ্রামে যেখানে এসে নামানো হবে জোয়ানের কফিনবন্দি দেহ , তাদের প্রিয় মানুষকে শেষবারের মতো দর্শন করবে সকলে। শেষ দর্শনের পর পরিবার-পরিজনের হৃদয় ভেঙ্গে যায় শোকে দুঃখে, তেমনি উপস্থিত বাকিরাও ধরে রাখতে পারেনা চোখের জল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *