পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “ক্যানডিডেটকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু, ভোট আটকাতে পারেনি! তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেট কে আটকানোর চেষ্টা করছে। এই দফার ৮টি আসনের আটটিই আমরা জিতব।” খড়্গপুর শহরের শেরশা স্টেডিয়ামের ২৬৩ নং বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।
ক্যানডিডেটকে আটকে ভোট আটকানো যায় না, এই দফার ৮টি আসনের আটটিই আমরা জিতব : দিলীপ ঘোষ।
