ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে অনুষ্ঠিত হল সরহুল পুজো সহ গনবিবাহ।

0
35

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে অনুষ্ঠিত হল সরহুল পুজো সহ গনবিবাহ। রাজি পারহা সারনা প্রার্থনা সভা ভারতের উদ্যোগে এদিন গন বিবাহের আয়োজন করা হয় ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের নাংডালা লাইনের এস এস কে বিদ্যালয়ের মাঠে। এদিন বিবাহ শুরুর আগে র‍্যালি করে স্থানীয় বীরকিটি নদীতে জল আনা হয়। এদিন সকাল থেকেই আদিবাসী মহিলারা পুজোয় মেতে উঠেন। খুব নিষ্ঠা সহকারে পুজোর পাশাপাশি গন বিবাহের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে চার জোড়া দম্পতি বিয়ের আসরে উপস্থিত হন। শাল গাছকে সাক্ষী রেখে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হয়। সামাজিক স্বীকৃতি পেয়ে দম্পতিরাও বেজায় খুশি।উদ্যোক্তারা জানিয়েছেন, সরহুল পুজো মুলত প্রকৃতির পূজা। প্রকৃতিকে তুষ্ট রাখতে এই পুজোর আয়োজন করা হয়। এছাড়া এদিন ৪ জোড়া দম্পতি বিয়ে দেওয়া হয়েছে এবং বিয়ের সম্পূর্ণ খরচ কমিটি বহন করেছে।