আসছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, নিরাপত্তা ক্ষতিয়ে দেখতে উপস্থিত স্বয়ং অনির্বাণ।

0
69

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামি ১ লা জুন সপ্তম তথা শেষ পর্যায়ের নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে।  যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায় রাত দিন এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন। আজ তাঁর হয়ে প্রচারে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। কিছুদিন আগেই ভালো কাজের জন্য তাঁকে বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ছিলেন মোদীজি। আর আজ তিনি আসছেন শিষ্যের প্রচারে জনসভায়। দেশের প্রধানমন্ত্রী, স্বাভাবিক ভাবেই নিরাপত্তা যে আঁটোসাঁটো হবে তা আর বলার ওপেক্ষা রাখে না।

আজ ২৮ .০৫.২০২৪ – মঙ্গল বার। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়  যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার পুণ্যভূমি তে জনসভায় উপস্থিত থাকবেন। নিরাপত্তা ক্ষতিয়ে দেখতে  সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয় স্বয়ং । নিজে উপস্থিত থেকে সমস্ত কিছুর পর্যালোচনা করেন তিনি।  আর মাত্র কয়েক ঘণ্টা। দেশে সর্ব কালের সেরা প্রধানমন্ত্রী আসছেন। তাই সাজো সাজো রব ও উন্মাদনায় ভরপুর যাদবপুর।