জামাইষষ্ঠীতে জামাই আদরে কাঁটা হয়েছে আকাশ ছোঁয়া ফলের বাজার মূল্য।

0
32

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বৈশাখের ক্যালেন্ডারে পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় আর এর পরই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ি গিয়ে পা পেতে ভুরিভোজ সারেন জামাইরা। ঐতিহ্যের এও একটা পরম্পরা। ইংরেজির ১২ই জুন অর্থাৎ আগামী বুধবার পড়েছে জামাইষষ্ঠী। ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বরাবরই এগিয়ে। আর কথাই আছে জামাই আদর। ফলে জামাইষষ্ঠীর নিয়মে যেন একটি বেশিই আয়োজন। জামাই নতুন হোক বা পুরনো জামাইষষ্ঠীর বিশেষ দিনে জামাইয়ের আপ্যায়নই থাকে আলাদা। কিন্তু জামাইষষ্ঠীতে জামাই আদরে কাঁটা হয়েছে আকাশ ছোঁয়া ফলের বাজার মূল্য। এবার জামাইষষ্ঠীতে আগুন থাকবে ফলের বাজারের দাম এমনটাই বলছেন বিক্রেতারা। হাতেগোনা আর মাত্র একটা দিন তারপরই বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাইষষ্ঠী। আর সেই উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে খামতি রাখতে চাইছেন না শাশুড়িরা। তবে ফলের এ এন বাজার মূল্য দেখে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই। বাবু ছবিটা জানাচ্ছেন ফলের আমদানি খুবই কম থাকায় ফলের বাজার মূল্য অনেকটাই চড়া। আমরা শুনবো ঠিক কেমন রয়েছে ফলের বাজার মূল্য এবং কি বলছেন ক্রেতা-বিক্রেতারা।