রাস্তা যেন আস্ত জলাশয়ে পরিণত হয়েছে, এমন জল যন্ত্রণার ছবি ধরা পরল মালদার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের খুমড়ী এলাকায়।

0
17

নিজস্ব সংবাদদাতা, মালদা—জল জমে চরম দুর্ভোগ অবস্থা।রাস্তার উপরে জল থৈ থৈ করছে। রাস্তা যেন আস্ত জলাশয়ে পরিণত হয়েছে। এমন জল যন্ত্রণার ছবি ধরা পরল মালদার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের খুমড়ী এলাকায়। নুরপুর অঞ্চল অফিস থেকে খানিকটা দূরেই এই জলমগ্ন রাস্তা। জল যন্ত্রণায় স্থানীয়রা ।স্থানীয়দের অভিযোগ জল নিকাশি ব্যবস্থার টাকা আত্মসাৎ করে নেওয়া হয়েছে।বারংবার মেম্বার প্রধানকে জানিয়ে কোন লাভ হয়নি। অল্প বৃষ্টিতেই রাস্তার জলমগ্ন হয়।নিকাশী ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকে। জমা জল পচে দুর্গন্ধ ছড়ায়।ঘরে থাকা দুষ্কর হয়ে পড়ে। মশা মাছির উপদ্রব হয়।ডেঙ্গুর আস্তানা গড়ে ওঠেছে। তাছাড়া নোংরা পচা জলে হাঁটার ফলে বিভিন্ন ধরনের চর্ম রোগ হয়। স্থানীয়দের একটাই দাবি দ্রুত জল নিকাশী ব্যবস্থা করতে হবে। জল যন্ত্রণা উপভোগকারী স্থানীয়দের কি অভিযোগ শুনুন তাদের মুখ থেকে