দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট গিয়ে দুই দেশের নাগরিকদের পারাপার চলছে।

0
50

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট গিয়ে দুই দেশের নাগরিকদের পারাপার চলছে। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ থেকে আসা বাংলাদেশী নাগরিকের বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি প্রচন্ড উত্তেজনা পূর্ন।হিন্দু মেয়েরা বাড়ি থেকে বেড়তে পাড়ছে না,একপ্রকার গৃহবন্দী হয়ে জীবন যাপন করছে বলে বাংলাদেশের পরিস্থিতির কথা জানালেন।
টাটা প্রজেক্ট লিমিটেড এর ১৯ জন কর্মী এদিন বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্কট করে হিলি স্থলবন্দরে পৌঁছে দিয়ে যায় বলে সূত্রের খবর।

, ব্যান্ডেল এর বাসিন্দা।
হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য প্রায় স্বাভাবিক রয়েছে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশেই লোক যাতায়াত চলছে। স্বাভাবিক রয়েছে ভারত বাংলাদেশের সীমান্তের হিলি স্থলবন্দর।
এদিন ভারত থেকে বাংলাদেশে কাঁচামাল জাতীয় পণ্য রপ্তানি চলছে বলে জানান হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুদীপ্ত কুমার মন্ডল।