শুশুনিয়াতে জল আনতে গিয়ে , লরির ধাক্কায় মৃত ২।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  শিবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়াতে জল আনতে গিয়ে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। গুরুতর জখম আরো বেশ কয়েকজন। রবিবার মধ্যরাতে ছাতনা জল ট্যাঙ্কি গড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে মৃতদের নাম তনুময় দত্ত (৩০) ও বিশাল দত্ত (২১) । মৃত ওই দুই যুবক বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক পথদুর্ঘটনা। ছাতনা জল ট্যাঙ্কি গড়া এলাকায় রবিবার মধ্যরাত নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সুত্রের খবর শুশুনিয়া থেকে ঝরনার জল নিয়ে ইন্দপুরের হাটগ্রাম এলাকার মোট ১৪ জন যুবক তারা নিজেদের এলাকার এক মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাওয়ার পথে ছাতনা জলট্যাংকি এলাকায় রাস্তার ধারেই তারা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় বাঁকুড়াগামী একটি ১০ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর আঘাত হানে। ফলে ঘটনাস্থলে প্রত্যেকেই গুরুতর অভাবে আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ছাতনা থানা পুলিশ। সাধারণ মানুষ ও পুলিশের সহযোগিতায় প্রত্যেককে নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করে অন্যদিকে বাকিদের চিকিৎসার জন্য রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বলে খবর। এ বিষয়ে এলাকার এক প্রতিবেশী জানান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন মোট ৭ জন তাদের চিকিৎসাধীন চলছে।