
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন” অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার গনগনি পর্যটন কেন্দ্রের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গাভী গবাদি পশু বোঝাই ছোট্ট গাড়ি, এরপর স্থানীয় তপবন নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের তৎপরতায় খবর দেওয়া হয় দমকলের আধিকারিকদের,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আধিকারিকেরা এরপর ওই গবাদি পশুর টি সহ উদ্ধার করা হয় ওই ছোট্ট গাড়িটিকে, সূত্রে জানা গিয়েছে ওই গবাদি পশুটিকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হবে অন্যত্র।











