আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও পথ নাটিকা তমলুকের নাগরিক সমাজের।

0
12

তমলুক, নিজস্ব সংবাদদাতা :- আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ জুড়ে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার প্রাণকেন্দ্র ঐতিহাসিক শহর তমলুকে প্রায় দেড় হাজার মানুষের প্রতিবাদ মিছিল। এই মিছিলে যেমন ছিল চিকিৎসক, নার্সের ছাত্রী, তেমনই ছিল মেডিকেল রিপেজেনটিভ, শিক্ষক, সহ-সমাজের বিভিন্ন স্তরের মানুষ জনেরা। মিছিল শুরু হয় তমলুকের মানিকতলায় শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে এবং মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরামূর্তির পাদদেশে। মিছিল শেষে শুরু হয় পথনাটিকা।

বিচারের দিন যত বাড়বে মিছিলের তীব্রতা আরো বাড়াতে হবে না হলে বিগত দিনের ঘটনার মতো এই ঘটনাও ধামাচাপা পড়ে যাবে এমনটাই জানান আন্দোলনকারী চিকিৎসক সুমেরু চক্রবর্তী।

ঘটনায় জড়িত যে সমস্ত দোষী রয়েছে তাদের কেন আড়াল করা হচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি, বিচার যত দেরি হবে তত আমাদের প্রতিবাদ জোরালো হবে এমনটাই জানান চিকিৎসক সংগ্রাম দোলাই।