আরজিকর কান্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রামিন হাসপাতালে।

0
21

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর কান্ডের ছায়া এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রামিন হাসপাতালে। জানায় সোমবার ওই স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী অসুস্থ হওয়ায় তিনি ওই গ্রামীন হাসপাতালে ECGকরতে এলে জাফরুল ইসলাম নামক এক ব্যাক্তি তাকে ECG ঘড়ে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিন্তু আশা কর্মি বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে বেড়িয়ে পড়ে এবং চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি বিএমওএইচ কে জিজ্ঞেস করলে তিনি যানান জাফরুল ইসলাম সে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী নয়। সে পিপি Add এর সাথে থাকে দেখায় এলাকার আশা কর্মীরা। তাদের দাবী ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
এখন দেখার বিষয় অভিযুক্ত কে ধরে কি শাস্তি প্রদান করা হয়।তাদের দাবি *উই অয়ান্ট যাস্টিস*।