নিজস্ব সংবাদদাতা, মালদা—ফের ফুটপাথ দখলমুক্ত অভিযানে নামল ইংরেজবাজার পৌরসভা।শনিবার ছুটির দিনেও বিশ্রাম নেই ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধানের। এদিন পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফের ফুটপাথ দখলমুক্ত অভিযানে নামল ইংরেজবাজার পৌরসভা। শনিবার মালদা শহরের ঝলঝলিয়া বাজারে অভিযান চালালেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তাদের নিয়েই এদিন পৌরসভার চেয়ারম্যান গোটা ঝলঝলিয়া বাজার ঘুরে দেখেন। ফুটপাথ ও ড্রেন দখল করে দোকান দেওয়া ব্যবসায়ীদের কড়া ধমক দিয়ে শেষবারের মতো সতর্ক করেন তিনি। এতে কাজ না হলে আগামীতে পৌরসভার তরফে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি। দেন ফুটপাথ ও ড্রেন দখল করে দোকান দেওয়া ব্যবসায়ীদের। তিনি ব্যবসায়ীদের কে অনুরোধ করেন যারা ড্রেনের এর উপর পশরা সাজিয়ে বসেছেন তাদেরকে সরিয়ে নিতে অনুরোধ করেন নতুবা পরবর্তীকালে এগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।