নিজের জন্মদিনের রক্তদান শিবির করে নজির বললেন এগরার বাসিন্দা আশীষ বাবু।

0
11

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এ এক অন্য জন্মদিন। অন্য ভাবে জন্মদিন পালন। যেখানে কেক কাটার পাশাপাশি হল রক্তদান শিবির। রবিবার এমন ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাইতে। আয়োজক তথা বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়ার জন্ম দিনে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রক্তদাতা সংগঠনের সঙ্গে যুক্ত সংগঠন গুলি সহ এলাকার মানুষ জন। রবিবার দুপুরে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির মন্দির প্রাঙ্গনে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রচন্ড গরমে মুমুর্শ রোগীদের জীবন বাঁচাতে এই রক্তদান শিবির বলে জানিয়েছেন আশীষবাবু। এদিন পুরুষ ও মহিলা সহ এলাকার মোট ১২৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক। প্রত্যেক রক্তদাতার সাথে তুলে দেওয়া হয় স্মারক ও বিশেষ উপহার সামগ্রী। এদিন দুপুরে একটি প্রীতিভোজের আয়োজনও করা হয়। পাশাপাশি এলাকার বহু মানুষ বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়াকে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জগন্নাথ জিউ সেবা সমিতির সভাপতি অম্বিকেশ দাস, সম্পাদক আশীষ ধাওয়া, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান মণীষা গুচ্ছাইত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।