পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রবিবার টাটা স্টেশন থেকে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন। সেই ট্রেন এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশনে এসে পৌঁছাল। খড়্গপুরের ডিআরএম কে.আর. চৌধুরী বলেন, খড়গপুর ডিভিশনে এটি তৃতীয় বন্দে ভারত ট্রেন। এর আগে হাওড়া থেকে পুরী এবং হাওড়া থেকে রাঁচি যাওয়ার বন্দে ভারত ট্রেন দুটি চালু হয়েছিল। এছাড়াও মালদা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার অমৃত ভারত ট্রেনও খড়গপুর ডিভিশনের উপর দিয়ে যায়। এর ফলে এই এলাকার মানুষ উন্নত ট্রেন পরিষেবা পাচ্ছেন। হাওড়া থেকে রাউরকেল্লা যাওয়ার পথে খড়গপুর, টাটা এবং চক্রধরপুর এই তিনটি স্টেশনে থামবে এই নতুন বন্দে ভারত।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রবিবার টাটা স্টেশন থেকে হাওড়া-রাউরকেল্লা বন্দে...