২২ দফা দাবি নিয়ে মাইশোরা গ্রাম পঞ্চায়েতের নিকট ডেপুটেশন দেয় কুরবান আলী শার অনুগামীরা।

0
12

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একাধিক দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের নিকট ডেপুটেশন দেয় মৃত কুরবান আলিশার অনুগামীরা।এইদিন টেন্ডার দুর্নীতি ,আবাস যোজনা, রাস্তাঘাট খারাপ সহ ২২ দফা দাবি নিয়ে মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন জমা দেয় মাইসুরাত মৃত কুরবান আলী শায়ের অনুগামীরা ।
পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের নিকট ডেপুটেশন দেয় খুন হয়ে যাওয়া কুরবান আলী শা এর অনুগামীরা।
যদিও মাইশোরা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতেই আজ ডেপুটেশন দেয় তারা।