সচেতনতার প্রচার করলো ফালাকাটার বৈকুন্ঠ কলেজ অফ এডুকেশন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সারা বিশ্বে যে সমস্ত বহুবিধ সমস্যা রয়েছে তার মধ্যে পরিবেশের অবক্ষয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। আর এই সমস্যার সমাধানে সচেতনতার প্রচার করলো ফালাকাটার বৈকুন্ঠ কলেজ অফ এডুকেশন। শুক্রবার কলেজর পক্ষ থেকে শিক্ষার্থী ও অধ্যাপক অধ্যাপিকারা স্থানীয় অঞ্চলে জল অপচয় রোধ, প্লাস্টিক বর্জন, পথ নিরাপত্তা, এলাকা পরিচ্ছন্নতা নিয়ে প্রচার করার পাশাপাশি বৃক্ষ রোপন ও বিতরণ করেন। এই প্রসঙ্গে সনৎ কুমার ভৌমিক বলেন, বর্তমান পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করতে আজকের কর্মসূচির আয়োজন করেছি।