পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইস্কন মন্দিরে বাংলাদেশে ইসকনের সদস্য চিন্ময় প্রভুর গ্রেফতারি প্রতিবাদ মেচেদা ইসকন মন্দিরে হয়ে প্রার্থনা সংগীত। অংশ গ্রহণ করেন ইসকনের স্বাধু, বৈষ্ণবরা। অবিলম্বে বাংলাদেশের সরকার চিনময় প্রভুকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান মেচেদার ইসকন মহারাজ আনন্দময় দাস ব্রহ্মচারী।এইদিন এই মিছিলে কয়েকশো ধর্মপ্রাণ মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলাদেশের ইসকনের সদস্য চিন্ময় মহারাজের গ্রেপ্তারের প্রতিবাদে মেছদা ইসকন মন্দিরে প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণ করলেন ইসকনের সাধু সন্ত্ররা।











