নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের বরাদ্দ অর্থে প্রায় দু কোটি টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের ৭ টি এলাকায় কবরস্থানের সীমানা পাঁচিল তৈরীর কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজ দুপুরে সংশ্লিষ্ট ব্লকের মোথাবাড়ির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় মানুষের উপস্থিতিতেই এই ৭ টি কবরস্থানে সীমানা পাঁচিলের উদ্বোধন কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ ফিরোজ শেখ সহ সংশ্লিষ্ট এলাকার মোয়াজ্জেম ,ইমাম সহ সাধারণ গ্রামবাসীরা।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, সংখ্যালঘু দপ্তরের বরাদ্দ প্রায় ২ কোটি টাকায় মোথাবাড়ি বিভিন্ন এলাকার ৭ টি কবরস্থানের সীমানা পাঁচিল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজের এদিন শিলান্যাস করা হলো। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করছিলেন যে খোলা মেলা কবরস্থানে রাতের অন্ধকারে শিয়াল , কুকুরের উপদ্রব বাড়ছে । সেই সব কবরস্থানগুলিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রেই মূলত এই সীমানা পাঁচিল তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপরই বিষয়টি রাজ্য প্রশাসনকে জানালে, এই উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন আরও বলেন, বিগত দিনে কেন্দ্র সরকার মাইনোরেটি ডিপার্টমেন্টের মাধ্যমে এসব উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করতো। কিন্তু বর্তমানে কেন্দ্রের মোদি সরকার সমস্ত বরাদ্দ বন্ধ করে দিয়েছে। ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই সামাজিকস্তরে এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দু কোটি টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের ৭ টি এলাকায় কবরস্থানের সীমানা পাঁচিল তৈরীর কাজের শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

Leave a Reply