নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-হিন্দু ঐক্য মঞ্চ,মালদা জেলা, হবিবপুর খন্ড উদ্যোগে তিন দফা দাবিতে ডেপুটেশন হবিবপুর ব্লক প্রশাসনের কাছে। এদিন তাজপুর এলাকা থেকে একটি র্যালি বের করেন হিন্দু ঐক্য মঞ্চের হবিবপুর খন্ডের উদ্যোগে এই র্যালিটি মাধ্যমে ডেপুডেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচি প্রায় ২০০ জন সনাতনী হিন্দুরা তাজপুর স্ট্যান্ড থেকে র্যালি করে এবং স্লোগান দিতে থাকে এক হও হিন্দু সনাতনীরা। এ বিষয় সংগঠনের পক্ষ থেকে শুভাশিস দত্ত জানান। এই ভারতবর্ষ বেশ কিছু জায়গায় সংবাদমাধ্যমে দেখা গিয়েছে যেভাবে হিন্দুদের অত্যাচার সহ বাংলাদেশ যেভাবে হিন্দুদের অত্যাচার শুরু করেছেন তারিই পরিপেক্ষিতে হবিবপুর ব্লক অফিসে গিয়ে ডেপুডেশন জমা করা হয় মূলত তিন দফা দাবিতে এই ডেপুটেশন তোলা দেওয়া হয়। ১। অতি শীঘ্রই আমাদের রাষ্ট্র কে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে।২। CAA ও NRC চালু করতে হবে।৩। গোঁ হত্যা বন্ধের জন্য কঠোর আইন পাস করতে হবে।
হিন্দু ঐক্য মঞ্চ,মালদা জেলা, হবিবপুর খন্ড উদ্যোগে তিন দফা দাবিতে ডেপুটেশন হবিবপুর ব্লক প্রশাসনের কাছে।

Leave a Reply