নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- শান্তিনিকেতনের পৌষ মেলা অনুকরণে বালুরঘাটে সংকেত ক্লাবের উদ্যোগে শুরু পৌষ মেলা ও পিঠাপুলি উৎসব। চলতি বছরে বছরে তৃতীয় বছরে পদার্পণ করল।
ক্লাব সূত্রে জানা যায়, আজ ১১ জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। দুপুর একটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত ব্যবসায়ীরা আসবে। মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলির স্টলের পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন জিনিস থেকে সুন্দরবনের মধু সহ বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসের স্টল বসেছে মেলায়। এই মেলা কে কেন্দ্র করে বিগত দু’বছর বালুরঘাট শহরসহ বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমিয়ে ছিলেন। এবছরেও তার ব্যতিক্রম হবে না বলে কর্তৃপক্ষের আশা।
শান্তিনিকেতনের পৌষ মেলা অনুকরণে বালুরঘাটে সংকেত ক্লাবের উদ্যোগে শুরু পৌষ মেলা ও পিঠাপুলি উৎসব।

Leave a Reply