নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাস্তা সংস্কারের পর পাঁচ বছর রক্ষণাবেক্ষণের মেয়াদও শেষ।তবে এতদিনেও চলাচলের উপযোগী হয়ে উঠেনি রাস্তায় তৈরি কালভার্ট।এদিকে রাস্তার অবস্থাও বেহাল হয়ে পড়েছে।ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।কালভার্টের দুই ধার বসে যাওয়ায় বিপজ্জনক অবস্থায় চলাচল করছে বিভিন্ন যানবাহন।এমনি ঘটনায় ক্ষোভ ফুসছেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও ভাঙারপাড়ের বাসিন্দা সহ পরিবহন কর্মী ও নিত্যযাত্রীরা।অভিযোগ, প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে 5 মাইল থেকে মাদারিহাট ব্লক সীমানা পর্যন্ত ১৩ কিমি রাস্তা পুননির্মাণ করার পরও কালভার্টের কাজ অসমাপ্ত থেকে যায়।এদিকে বেহাল হয়ে পড়েছে গোটা রাস্তা।এই রাস্তা দিয়ে চলে বেশকিছু ছোট গাড়ি ও অটো রিকশা। গোটা দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের মানুষের একমাত্র চলাচলের ভরসা এই রাস্তাটি।দ্রুত কালভার্ট সহ রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন পরিবহন কর্মী সহ স্থানীয় বাসিন্দারা।
ক্ষোভ ফুসছেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও ভাঙারপাড়ের বাসিন্দা সহ পরিবহন কর্মী ও নিত্যযাত্রীরা।

Leave a Reply