ফালাকাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধনিরামপুর এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বহু পরিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধনিরামপুর এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বহু পরিবার। ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ওই বার্ষিক কর্মী সম্মেলন। ওই কর্মী সম্মেলনে বিজেপি থেকে প্রায় ৫০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এদিন নাবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়।এদিনের ওই সম্মেলনে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক সভাপতি সঞ্জয় দাস,ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল,ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম সহ ব্লক এবং অঞ্চল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *