বাম সংগঠনের যুব ও ছাত্র যুব সংগঠনের আন্দোলনের সারাদিন উত্তপ্ত রইল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বামপন্থী যুব ও ছাত্র সংগঠন ডি ওয়াই এফ আই ও এস এফ আই, এবং বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনের জেরে রবিবার সারাদিন উত্তপ্ত রইল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর।
আজ সকালে ভারতীয় জনতা যুব মোর্চার সমর্থকরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করতে আছে। আগে থেকেই হাসপাতাল চত্বরে কড়া পুলিশি ব্যবস্থা মোতায়ন ছিল। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার পরিকল্পনা ছিল যুব মোর্চার কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় যুব মোর্চার সমর্থকদের। পুলিশকর্মীরা কুশপুত্তলিকা কেড়ে নেয়। পরে রাস্তার উপরে টায়ার জেলে বিক্ষোভ প্রদর্শন করে যুব মোর্চার কর্মী সমর্থকরা।
অন্যদিকে DYFI এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে, DYFI, SFIকর্মীদের বিশাল মিছিল শহর পরিক্রমা করে। পরে সেই মিছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে MSVP-র কার্যালয়ের কাছে পৌঁছই কার্যালয় বন্ধ থাকায় সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তারা রাস্তায় হাসপাতাল চত্বরের বাইরে মিছিল করে এসে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করে। এবং সেই মিছিল নিয়ে তারা মেদিনীপুর কোতোয়ালি থানায়, MSVP-র নামে FIR করার জন্য যায়। পরে থানার ভেতরে মীনাক্ষী মুখার্জির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর খানা কর্তৃপক্ষ একটি সাধারণ অভিযোগ গ্রহণ করে। মীনাক্ষী মুখার্জী জানান ২৪ ঘন্টার মধ্যে এমএস ভিপিকে গ্রেপ্তার না করলে আন্দোলন আরও দীর্ঘ হবে। এরপর থানা চত্বর থেকে বেরিয়ে থানার সামনেই DYFI, SFI কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *