পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- আগামী মঙ্গলবার মকর সংক্রান্তি,আর এই মকর সংক্রান্তি উপলক্ষে নিয়ম রয়েছে কুর্মি,মাহাত,আদিবাসী সম্প্রদায়ের মধ্যে,তাই মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন সামগ্রিক কিনতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে আজ অর্থাৎ রবিবার শেষ হাটে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ, জামা কাপড় থেকে শুরু করে পূজোর বিভিন্ন সামগ্রী এবং জামাকাপড় থেকে শুরু করে বিভিন্ন দোকানে ভিরে ঠাসা, চন্দ্রকোনারোডে সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও রবিবার বসে এই হাট,মকর সংক্রান্তি উপলক্ষে শেষ হাটে ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লকের একাধিক মানুষ কেনাকাটার জন্য ভিড় জমিয়েছে এই হাটে।
মকরের শেষ হাটে জমজমাট চন্দ্রকোনারোডের হাট ।

Leave a Reply