নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস সাড়ম্বরে পালিত বালুরঘাটে। আজ, ১২ জানুয়ারি, সারা বিশ্বজুড়ে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
বালুরঘাট পৌরসভা ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল বিবেকানন্দের প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান করেন। তাদের সঙ্গে অন্যান্য সদস্যরা প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং দিনটি উদযাপন করতে একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয় বলে জানাজায়। এদিন অনুষ্ঠানে বালুরঘাটবাসীর উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস সাড়ম্বরে পালিত বালুরঘাটে।

Leave a Reply