বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- গত ৩০ ডিসেম্বর রাতে বিষ্ণুপুরের ঢেঙ্গাশোল জঙ্গলের রাস্তায় গাছ ফেলে বর যাত্রীর বাস আটকে ছিনতাই করে ৫- ৭ দুষ্কৃতী। ওই ঘটনার কয়েকদিনের মধ্যেই ৩ দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করে। তবে ওই ছিনতাইয়ের ঘটনার মাস্টারমাইন্ড ২ দুষ্কৃতীকে শনাক্ত করলেও পুলিশ তাদের ধরতে পারেনি। ঘটনার প্রায় ১২ দিনের মাথায় তদন্তকারী অফিসারের নেতৃত্বে পুলিশের একটি দল তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলা থেকে আইসুর মল্লিক ওরফে আদম ও জহুর মন্ডল ওরফে জলিল নামে ২ জনকে গ্রেফতার করে। পরে সেখান থেকে ধৃতদের ট্রানজিট রিমাণ্ডে নিয়ে গতকাল রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরে ফেরেন তদন্তকারী পুলিশ অফিসার।
ঢেঙ্গাশোল জঙ্গলের রাস্তায় গাছ ফেলে বর যাত্রীর বাস আটকে ছিনতাই এর ঘটনায় ৩ দুষ্কৃতিকে পুলিশ গ্রেফতার করল।

Leave a Reply