পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা দিবস ও উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসব অনুষ্ঠিত হলো।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা :- পুরুষোত্তম জগন্নাথ উৎকল ব্রাহ্মণ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা দিবস ও উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বিতীয় বার্ষিক মহামিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। মঙ্গলবার শুভ মকর সংক্রান্তির পূন্য লগ্নে জগন্নাথ দেবের মন্দির নির্মাণকল্পে ও সামাজিক উন্নয়ন সাধনের নিমিত্তে বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের রামপুর (টুঙ্গি) ব্রাহ্মণডিহার পুরুষোত্তম জগন্নাথ তীর্থক্ষেত্রে এই মহামিলন উৎসবের আয়োজন করা হয়। এই মহামিলন উৎসব উপলক্ষে ১৩ই জানুয়ারি সোমবার একটি রক্তদান শিবির আয়োজিত আয়োজিত হয় এবং এই শিবিরে মোট ৭০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন পাশাপাশি একটি চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয় ও এখানে অসংখ্য সাধারণ মানুষ নিজের চোখের পরীক্ষা করান। মঙ্গলবার এই উৎসব উপলক্ষে বিশাল যাগযোজ্ঞ পুজা অনুষ্ঠান ও প্রায় ১৫০০০ মানুষের নরনারায়ণ সেবার অনুষ্ঠান আয়োজিত হয়। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *