আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঙালির ১২ পার্বণের একটি অন্যতম পার্বণ মকর সংক্রান্তির পিঠেপুলি।, শীতের হালকা রোদে পিঠেপুলি তৈরি এবং খাওয়া এই উৎসবের মূল আকর্ষণ। আবার এই উৎসবের মাঝেই আর এক উৎসব বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি এলাকার ধর্মরাজ ঠাকুরের পুজোকে ঘিরে। যেকোনো ধরনের বিপদ, কঠিন সমস্যা কিংবা দুরারোগ্যের হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য পোড়ামাটির ঘোড়া মানত করে থাকেন স্থানীয়রা।, পৌরাণিক মতে ধর্মরাজের বাহন ঘোড়া, তাই এই ঘোড়াকেই মানত হিসাবে উৎসর্গ করে দেবতাকে বিশ্বাস এবং ভক্তির সঙ্গে। এদিন বাড়ির ছোট থেকে বড় সব বয়সে মহিলারা উপবাস করে এবং ভক্তি ও শুদ্ধতা দিয়ে ধর্মরাজ ঠাকুরের পুজোতে অংশগ্রহণ করে।
ধর্মরাস ঠাকুরের পুজোকে ঘিরে উৎসবের মাত্রা দ্বিগুণ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি এলাকার প্রতিটা ঘরে ঘরে।
মকর সংক্রান্তির শুভদিনে বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি এলাকায় জাঁকজমক পূজো ধর্মরাজের।

Leave a Reply