বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বেপরোয়া গতিতে থাকা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িকে ধাক্কা মারে, এই ঘটনায় আহত ৬ জন এদের মধ্যে এক দুই মাসের শিশু আছে।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরের দাসদিঘি এলাকায়।
পরবর্তীতে আহতদের উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুই মাসের শিশু কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার পর বাসটি এলাকা ছেড়ে চলে যাবার চেষ্টা করে যদিও শেষ পর্যন্ত পুলিশ বাসটিকে আটক করে।
জানা যায় দ্রুত গতিতে থাকা বাসটি প্রথমে একটি লরি পরে একটি চারচাকা তারপর একটি টোটো কে ধাক্কা মারে।
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু দুই মাসের শিশু, আহত- ৬।

Leave a Reply