দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার আগাম ঘোষণা বিদ্যুৎ দফতরের, সকাল থেকে অন্ধকারে ডুবে থাকা বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থা, ব্যাহত চিকিৎসা পরিসেবাও ।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যুতের লাইন মেরামতির কাজ হবে। তাই আগাম ঘোষণা করে সকাল ৮ টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। আর তাতেই চূড়ান্ত অব্যবস্থা দেখা দিল বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অন্ধকারে ডুবে থাকা হাসপাতাল জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। নেই পানীয় জল। বিদ্যুতের অভাবে নেবুলাইজার যন্ত্র না চলায় ব্যাহত হাসপাতালের চিকিৎসা পরিসেবাও।
নামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলেও বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর থাকা বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার মানুষ। আউটোডোরের পাশাপাশি এই হাসপাতালে রয়েছে ইনডোর পরিসেবাও। হাসপাতালে রয়েছে ১০ টি বেড। ছোটখাটো অস্ত্রোপচারও হয় এই হাসপাতালে। হাসপাতালের নিজস্ব জেনারেটার থাকলেও দীর্ঘ এক বছর ধরে তা বিকল। ফলে রাজ্য বিদ্যুৎ বন্টনের বিদ্যুৎ সংযোগই ভরসা ওই হাসপাতালের। বিদ্যুৎ দফতর বিদ্যুৎ লাইনে মেরামতির জন্য আগাম ঘোষণা করেছিল আজ সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পরিসেবা থাকবে না। আর এতেই চূড়ান্ত সমস্যায় পড়েন ওই হাসপাতালে ভর্তি থাকা রোগী, রোগীর পরিজন এমনকি চিকিৎসকরাও। বিদ্যুতের অভাবে পাম্প না চলায় হাসপাতালে পানীয় জলের অভাব দেখা দিয়েছে। কোনো শৌচালয়েই জল না থাকায় তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। ওয়ার্ডে বিদ্যুৎ না থাকায় দিনের বেলাতেও অন্ধকারে ডুবে গেছে ওয়ার্ডগুলি। সর্দি কাশির চিকিৎসা করাতে আসা রোগীদের নেবুলাইজ করার প্রয়োজন থাকলেও বিদ্যুতের অভাবে চালানো যায়নি নেবুলাইজার যন্ত্র। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিসেবাও। হাদপাতালের এই চূড়ান্ত অব্যবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রোগী ও রোগীর পরিজনেরা। হাসপাতালের চিকিৎসকদের দাবী জেনারেটার মেরামত করার জন্য বারেবারে জেলার স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *