নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদার ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ নেতা স্বপন শর্মাও। এবার গ্রেফতার করা হল শার্প শুটারকে। গ্রেফতার হয়েছে শার্প শুটার মহম্মদ আসরার। দুলাল সরকার খুনের ১৭ দিনের মাথায় আরও এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে আট জন। মালদা জেলা পুলিশ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিহারের পূর্ণিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুলাল সরকার হত্যার জন্য যে বিহারের যে ৪ জনের দল তৈরি হয়েছিল।তাদের মধ্যে এক জন মহম্মদ আসরার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতাকে খুনের অপারেশন সফল করতে দু’টি প্ল্যান তৈরি করেছিল সুপারি কিলাররা। প্ল্যান এ ফেল করলে তৈরি ছিল দ্বিতীয় পরিকল্পনাও। প্ল্যান বি-র অংশ হিসাবে থাকা শার্প শুটার বলে পরিচিত মহম্মদ আসরার গুলি চালাত বলে ঠিক ছিল।তাকে গ্রেপ্তার করে ।
নেতা দুলাল সরকার খুনের ঘটনায় খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ নেতা স্বপন শর্মাও। এবার গ্রেফতার করা হল শার্প শুটারকে।

Leave a Reply