নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট,১৭ জানুয়ারি – পশ্চিম মেদিনীপুর সহ রাজ্য জুড়ে বিষাক্ত স্যালাইন কান্ডে প্রকৃত দোষীদের আড়াল করার প্রতিবাদে, নির্দোষ ডাক্তারদের মুক্তির দাবিতে ও দোষিদের শাস্তির দাবিতে ডি ওয়াই এফ আই, এস এফ আই ও গনতান্ত্রিক মহিলা সমিতি রাস্তা অবরোধ সহ বিক্ষোভ দেখালো বালুরঘাট বাস স্ট্যান্ডে । শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় শতাধিক ছাত্র, যুব মহিলারা জমায়েত হয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন মহিলা নেত্রী পর্ণা সেন বলেন রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে সরকারি সাপ্লায়ে বিষাক্ত স্যালাইন রোগীর মৃত্যু হলেও মুখ্য মন্ত্রী স্যালাইন প্রস্তুতকারি কোম্পানি বা সংশ্লিষ্ট এজেন্সিদের বিনা বিচারে একপ্রকার ক্লিনচিট দিয়ে দিচ্ছে। উলটে নির্দোষ ডাক্তারদের বিরুদ্ধে সাসপেনশন বা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চাইছি। এদিন বালুরঘাটে উপস্থিত ছিলেন যুব নেতা সমিরন সাহা, ধীরাজ বোস, মহিলা নেত্রী পর্না সেন প্রমুখ।
পশ্চিম মেদিনীপুর সহ রাজ্য জুড়ে বিষাক্ত স্যালাইন কান্ডে প্রকৃত দোষীদের আড়াল করার প্রতিবাদে, নির্দোষ ডাক্তারদের মুক্তির দাবিতে বিক্ষোভ।

Leave a Reply