দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গঙ্গারামপুর শহরের বসাক পাড়া,দত্তপাড়া,পূর্ব ও পশ্চিম হালদার পাড়া,কালিতলা,নারানপুর, লক্ষ্মীতলা,বোড়ডাঙ্গি,বোয়ালদা,নীলডাঙা,ঠ্যাঙাপাড়া ও আশপাশ এলাকায় কয়েক হাজার মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর তাঁত শিল্পের জন্য প্রায় ৬৫ কোটি টাকায় ঠ্যাঙাপাড়ায় তাঁত হাব গড়ে তোলেন। বর্তমানে তাঁত শিল্প ধ্বসের মুখে।
তাই এদিন সম্মেলন করে সরকারি ভরতুকিতে রং,সুতো দেবার দাবি তোলা হল।
শুক্রবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ডের শপিং প্লাজায় তাঁত কাপড় হাটে সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর তাঁত কাপড় হাট কমিটির সম্পাদক বিদ্যুৎ জোয়াদ্দার,সহ সম্পাদক রামগোপল বিশ্বাস,সভাপতি বিমলচন্দ্র সরকার,অন্যতম কর্মকর্তা বিধান কুন্ডু প্রমুখ।
বার্ষিক সম্মেলনে রং ও সুতোয় ভরতুকি দেবার কথা তুলে ধরলেন গঙ্গারামপুর তাঁত কাপড় হাট কমিটির কর্মকর্তারা।

Leave a Reply