বালুরঘাট শহরে নেহরু যুব কেন্দ্র এবং নালন্দা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে শুরু হলো ট্রাফিক সচেতনতা সপ্তাহ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাট শহরে নেহরু যুব কেন্দ্র এবং নালন্দা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে শুরু হলো ট্রাফিক সচেতনতা সপ্তাহ। আগামী ছয় দিন ধরে শহরজুড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। উদ্বোধনী দিনে রঘুনাথপুর ট্রাফিক সিগন্যালে নালন্দা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হয়। তারা গাড়ি চালক, বাস চালক এবং মোটরবাইক চালকদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। হেলমেট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মানা, এবং সঠিক নিয়ম মেনে পথচলা নিয়ে চালকদের অবগত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালন্দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনএসএস ইউনিটের সদস্যরা এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। সকলের মিলিত উদ্যোগে শহরে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস করা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

আগামী দিনগুলোতে শহরের বিভিন্ন অংশে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন শহরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *