নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মৌমাছির কামড়ে আহত ৩, বালুরঘাট হাসপাতালে মৌমাছি আতঙ্ক। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের দশতলা ভবনের ছয় তলার জানালার সানসেটে বাসা বেধেছিল মৌমাছি। শুক্রবার হঠাৎ সেই মৌচাক থেকে মৌমাছি উড়তে শুরু করে।
এরপর মৌমাছি ৩ জনকে কামড় দিলে হাসপাতাল চত্বরে মৌমাছি আতঙ্ক দেখা দেয়। যদিও তৎক্ষনাৎ হাসপাতালের স্টাফরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সুপার ডা: কৃষ্ণেন্দু বিকাশ বাগ হাসপাতালে না থাকায় দুড়াভাসে জানান আহত ৩ জনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তিনি জানান এর আগেও হাসপাতালের বিল্ডিং-এ থাকা মৌচাক ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এবার মৌচাক এমন জায়গায় হয়েছে সেখানে উঠে ভেঙে ফেলা কঠিন, তবে মৌচাক ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply