দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নৃত্য শৈলীকে আরো বেশি প্রচার ও প্রসারের লক্ষ্যে বালুরঘাটের নৃত্য একাডেমি ঋষিগন্ধার পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট রবীন্দ্রভবন মঞ্চে বার্ষিক নৃত্যানুষ্ঠান। যেখানে নৃত্যশিল্পীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি অম্বরিশ সরকার , বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা । দর্শকপূর্ণ বালুরঘাট রবীন্দ্র ভবন মঞ্চে। ৭০ জন নৃত্যশিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যাদের বেশিরভাগের বয়সী তিন থেকে ১৩ এর মধ্যে বলে উদ্যোক্তা মৌমিতা চক্রবর্তী জানান। এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
শৈলীকে আরো বেশি প্রচার ও প্রসারের লক্ষ্যে বালুরঘাটের নৃত্য একাডেমি ঋষিগন্ধার পক্ষ থেকে বালুরঘাট রবীন্দ্রভবন মঞ্চে বার্ষিক নৃত্যানুষ্ঠান।

Leave a Reply