আবদুল হাই, বাঁকুড়াঃ ৩১ শে অক্টোবর ২০২৪ সালে অবসর গ্রহণ করেছেন বাঁকুড়া জেলার সোনামুখীর বিজে হাই স্কুলের শিক্ষক শ্যামাপ্রসাদ চ্যাটার্জী।
আজ ছিল তাঁর বিদায় সম্বর্ধনা। আজকের এই বিদায় সম্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা বিদায়ী শিক্ষককে আবেগ , শ্রদ্ধা এবং ভালোবাসায় ভরিয়ে দিলেন।
নিজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক শ্যামাপ্রসাদ চ্যাটার্জি খালি গলায় গান গাইলেন ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়’ সকলের মন আবেগ তাড়িত করলেন এবং সকলকে ফিরিয়ে নিয়ে গেলেন শ্যামাপ্রসাদ চ্যাটার্জির কর্মজীবনে স্মৃতি মধুর দিনগুলিতে।
যেকোনো বিদায় এমনিতেই বেশ বেদনাদায়ক বিশেষ করে তিনি যদি সকলের শ্রদ্ধেয় ও প্রিয় মানুষ হয় তবে তো কোন কথাই থাকে না , প্রাক্তন শিক্ষক শ্যামাপ্রসাদ চ্যাটার্জী শিক্ষক হিসাবে ছিলেন সকলের শ্রদ্ধেয় এবং ভালোবাসার মানুষ তাই তার বিদায়ে আবেগ তাড়িত বিদ্যালয়ে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষকর্মী এবং অন্যান্যরা।
নিজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে খালি গলায় গান গাইলেন , সোনামুখী বিজে হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্যামাপদ চ্যাটার্জির।

Leave a Reply