বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- রাম মন্দির প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে লক্ষাধিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনটি পালনের পর বৃহস্পতিবার সকালেই সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন। তাঁর নেতৃত্বে আত্রাই নদীর সদরঘাট পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
সুকান্ত মজুমদার নিজে হাতে ঝাড়ু তুলে নিয়ে ঘাট পরিষ্কার করেন। সঙ্গে ছিলেন বিজেপির একদল স্বেচ্ছাসেবক, যারা অল্প সময়ের মধ্যেই নদীর ঘাট থেকে ময়লা-আবর্জনা সরিয়ে তা পরিচ্ছন্ন করে তোলেন।
এই উদ্যোগে খুশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ। নদীকে পরিচ্ছন্ন রাখতে সাংসদের এমন প্রচেষ্টা এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
Leave a Reply