নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুরঘাট বালুছায়া সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল , ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা সহ অন্যান্যরা। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে একটি আলোচনা সভাসহ একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। আগামী পাঁচদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে।
বাইট বিজিন কৃষ্ণা জেলাশাসক
Leave a Reply