বালুরঘাট খাদিমপুর বটতলার লোকনাথ মন্দিরে প্রভুপাদ শ্রী প্রদীপ কৃষ্ণ গোস্বামী মহোদয়ের উপস্থিতিতে গোপালের বনভোজন মহোৎসব অনুষ্ঠিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ২৬শে জানুয়ারি রবিবার দুপুরে বালুরঘাট খাদিমপুর বটতলার লোকনাথ মন্দিরে প্রভুপাদ শ্রী প্রদীপ কৃষ্ণ গোস্বামী মহোদয়ের উপস্থিতিতে গোপালের বনভোজন মহোৎসব অনুষ্ঠিত হলো। আজ দুপুরে গোপালের এই বনভোজন মহোৎসব অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত মহাপ্রসাদ পায়। গোপালের বনভোজন মহোৎসব উপলক্ষ্যে সকাল থেকেই ভক্তরা তাদের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে লোকনাথ মন্দিরে উপস্থিত হয়। আজ দুপুরে এই বনভোজন মহোৎসবে ১৫০টি গোপালের একসাথে পুজোর পাশাপাশি ভোগ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *