আদর্শ শিশু বিকাশ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাঅনুষ্টিত হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শীতকালে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার ঐতিহ‍্য অনেক দিনের। বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি বাংলা মাধ‍্যম নার্সারি ও প্রি-নার্সারির ছোটোদের নিয়েও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। তাই আজ।

কুশমন্ডির আমিনপুর বট তোলার আদর্শ শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমিনপুর বট তলা আদর্শ শিশু বিকাশ একাডেমির ময়দানে।

এদিন 17 টি ইভেণ্টে নার্সারি,প্রি-নার্সারি, LKG, UKG শ্রেনীর মোট 120 জন ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ।

ছাত্র-ছাত্রীদের মধ্যে তারা আজ নতুন ধরণের বেশ কিছু খেলায় আয়োজন

করে যেমন পা দিয়ে বেলুন ফাটানো প্রতিযোগীতা,১০০ মিটার দৌড় , ২০০ মিটার দৌড় , লং জাম হাই জাম দীর্ঘ লম্ফন আলু দৌড় সহ একাধিক ইভেন্টের । তাছাড়াও আদর্শ শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে অভিভাবক দের জন্য 400 মিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করেন ও অভিভাবিকাদের জন্য মিউজিকাল চেয়ার খেলার একটিকরে ইভেণ্ট রাখা হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় বলে জানান আদর্শ শিশু বিকাশ একাডেমির প্রিন্সিপাল মসিউর রহমান । উল্লেখ্য, স্কুলগুলিতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শারীরিক সুস্থতা, শৃঙ্খলা প্রচার করে, দায়িত্ব শেখায়, শিক্ষাবিদ এবং জীবনে দায়বদ্ধ আচরণে অনুবাদ করে।

এদিনের এই ক্রিয়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা রুকসানা খাতুন, কুশমনী পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি, পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি, তথ্য ও ক্রিয়া কর্মা দক্ষ জাহাঙ্গীর আলম এছাড়াও উপস্থিত ছিলেন ।

শিক্ষানুরাগী ও বিশিষ্ঠ সমাজসেবী করিমুলইসলাম ,
গ্রাম পঞ্চায়েত ওএলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তি ইউনুস আলী সহ অনেকে ।

আজকের এই ক্রিয়া সম্পর্কে সাংস্কৃতি ও শিক্ষা কর্মদক্ষ জাহাঙ্গীর আলম বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *