নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: রেওয়াজ নৃত্য কেন্দ্রের বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে। এদিন সন্ধ্যায় গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রেওয়াজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই প্রথম গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো রেওয়াজের বাৎসরিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নৃত্য কেন্দ্রের ছাত্রীরা কথক নাচের মধ্য দিয়ে দর্শকদের নজর করে। পাশাপাশি কথক নাচের মধ্য দিয়ে মহাভারত তুলে ধরেন নৃত্য কেন্দ্রের ছাত্রীরা। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা DPO বিমল গাইন, সেতারিস্ট চন্দ্রচূড় ভট্টাচার্য, পার্থ সরকার, তুহিন শুভ্র মন্ডল, রাজর্ষি গোস্বামী সহ অন্যান্যরা। এই বিষয়ে শিক্ষিকা রাজশ্বরী সিংহ রায় জানান।
রেওয়াজ নৃত্য কেন্দ্রের বাৎসরিক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে।

Leave a Reply