নিজস্ব সংবাদদাতা, হিলি: – বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে বছর ভারত -বাংলাদেশের হিলি সীমান্তের শূন্য দেখায় পালিত হলো না মাতৃভাষা দিবস। প্রতিবছর বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের যৌথ উদ্যোগে বিএসএফ এবং বিজেপির সহায়তায় মাতৃভাষা দিবস পালিত হয়। দুই দেশের তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। কিন্তু এবছর সেই পরিস্থিতি নেই। তাই চেনা চিত্র আর দেখা গেল না হিলি সীমান্তে। তাই উদ্যোক্তাদের মধ্যে মন খারাপ দেখা গেল।
তবে এদিন হিলিতে নানা সামাজিক সংস্থা তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তার আগে ছাত্র-ছাত্রীদের নিয়ে হিলিতে একটি মিছিল করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কতখানি তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের মধ্যে। তবে আয়োজকরা জানিয়েছে, প্রতিবছর হিলি সীমান্তে শূন্য রেখায় গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম। তাই সেই অনুষ্ঠান করার আর অনুমতি মেলেনি। তাই দুই দেশের তরফে কেউ উদ্যোগ নিলেও শেষ অবদি তা হয়নি বলেই জানিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে হিলি স্থল বন্দরে এবারে ভাষা দিবস পালিত হয়নি। শুক্রবার সকালে হিলিতে আপন জন নামে একটি সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য রয়্যালির আয়োজন করা হয়। র্যালিটি গোটা হিলি শহর পরিক্রমা করে। মাইক বেধে বাজানো হয় বাংলা গান। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার হিলি নয়, গোটা রাজ্য জুড়েই আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হচ্ছে। এদিন বালুরঘাট কলেজ ও বালুরঘাট বিএড কলেজেও আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। বাংলা ভাষার উপর একটি সেমিনারের আয়োজন করা হয়।
Leave a Reply