দঃ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ আদর্শ পল্লী প্রগতি সংঘের উদ্যোগে সারাদিন ধরে চলে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মহিলা সহ পুরুষদের রক্তদানে ছিল চোখে পড়ার মত। রক্তদান শেষে চলে অঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি শিল্পীদের নিয়ে গান নাটক সহ একাধিক কালচারাল প্রোগ্রাম। সেই সঙ্গে সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ফারাজ আলী নামে ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাড়ির এক সিভিক ভলেন্টিয়ার ফারাজ আলী কয়েকদিন আগে পথ চলতি এক অসুস্থ মহিলাকে প্রানে বাঁচায়।ট্রেন আসার পাক মুহূর্ত রেল লাইনে পড়ে যায় ওই মহিলা । জীবনের বাজি রেখে ফারাজ আলী সেই মহিলাকে বাঁচিয়ে একেবারে চমকে দিয়েছে কয়েক হাজার মানুষকে। প্রত্যক্ষদর্শীরা বলে তুমি কি পাগল তুমি তো মরে যেতে পারতে। ফারাজ জালি সেদিন বলেছিল আমি তো মরে যাওয়ার জন্য জন্মেছি কিন্তু ওই মহিলা তো কারো মা। আমার চোখের সামনে দেখে আমি না থাকতে পেরে জীবনের বাজি রেখে রেললাইন থেকে উদ্ধার করি এটা আমার দায়িত্ব বলে মনে করি।
ঘুটিয়ারি শরীফ আদর্শ পল্লী প্রগতি সংঘের উদ্যোগে সংবর্ধিত করলেন সংবর্ধনা পেয়ে ফারাজ আলি খুবই আনন্দিত । উপস্থিত ছিলেন ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সুকুমার রুইদাস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক লিটন রাকিব,সংঘের পক্ষে প্রতাপ নস্কর, নারায়ন নস্কর সহ সমাজসেবক রাজু ডাক্তার, রোজ হেভেন স্কুলের কর্ণধর মঞ্জু লস্কর,সাংবাদিক হাসিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শতদল মন্ডল।
Leave a Reply