পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৮ই মার্চ অর্থাৎ শনিবার আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটিকে স্মরণ করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবক্ষ মূর্তি ও ভারত মাতার মূর্তি উন্মোচন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী মায়াধীশানন্দজী মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণমঠ ও মিশন কাঁথি। এছাড়াও উপস্থিত ছিলেন আকাশ কুমার শর্মা, (DDM, NABARD, Paschim Medinipur), মাননীয়া ডঃ পারমিতা চৌধুরী, অধ্যাপিকা, দাঁতন ভট্টর মহাবিদ্যালয়, শ্রী অতুলকৃষ্ণ রায় (অবসরপ্রাপ্ত শিক্ষক, জেনকাপুর হাই স্কুল), শ্রী শিব শংকর সেনাপতি ( অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বীরভদ্রপুর হাই স্কুল), সম্মানীয় অতনু নন্দন মাইতি (সম্পাদক বিবিধ পত্রিকা), সম্মানীয় সন্তু জানা (শিক্ষক, প্রবন্ধক, গবেষক, কবি), সম্মানীয় পার্থ মৈত্র (সম্পাদক,অনন্যা পত্রিকা), সম্মানীয় সূর্য নন্দী (অবসরপ্রাপ্ত শিক্ষক, দাঁতন হাই স্কুল ও সম্পাদক,এবং সহায়ক পত্রিকা), সম্মানীয় মিলন কিশোর মাইতি , সম্মানীয় তপন কুমার ত্রিপাঠী (সভাপতি, দাঁতন মানব কল্যাণ কেন্দ্র), সম্মানীয় পূর্ণিমা মাহান্তি সহ মানব কল্যাণ কেন্দ্রের সকল সেবক সেবিকাবৃন্দ। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৫ জন এলাকার মহিলাবৃন্দ, যারা সমাজের বিভিন্ন স্তরে সমাজ কল্যাণমূলক কর্মে জড়িত আছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ও ভারতমাতা আবক্ষ মূর্তি উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। ৭ জন নারীকে তাদের কর্মস্থলে উজ্জ্বল দৃষ্টান্তের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে সমাজ উন্নয়নমূলক কাজে নিজেকে নিযুক্ত করায তাদেরকে স্মারক সম্মাননা জ্ঞাপন করা হয়। এই সাতজনের মধ্যে পাঁচ জন নাবার্ড থেকে প্রাণী পালন ও মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে সংসারের দারিদ্রতা কাটিয়ে আজ তারা স্বাবলম্বী হয়েছেন এবং তারা তাদের পাশাপাশি মহিলাদের সাবলম্বী করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। নারী দিবস উপলক্ষে নাচ, গান এবং আজকের দিনটির তাৎপর্য সম্পর্কে অতিথিগণ মূল্যবান বক্তব্য পেশ করেন। কর্মসূচি সম্পর্কে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক শুভাশিষ মেকাপ তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আবক্ষ মূর্তি ও ভারত মাতার মূর্তি উন্মোচন করা হলো দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে।

Leave a Reply