পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়লা বোঝায় মালগাড়ির বগি খুলে যাওয়ায় বিপত্তি, ২২ টি বগি ফেলে পাঁচটি বগি নিয়ে ছুটলো কয়লা বোঝায় মালগাড়ি,ঘটনার ফলে আটকে রইলো দূরপাল্লার ও একাধিক লোকাল ট্রেন, রেলের গাফিলতির অভিযোগ তুলছে স্থানীয়রা,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড এলাকায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার চন্দ্রকোনারোড স্টেশন থেকে কিছুটা দূরে একটি পয়লা বোঝায় মালগাড়ি যাওয়ার পথে হঠাৎই বগি খুলে যায়, ২২ টি বগি ফেলে পাঁচটি বগি নিয়ে ছুটতে থাকে ইঞ্জিন, কিছুদূর যাওয়ার পর চালক জানতে পারায় পুনরায় বগি গুলি ইঞ্জিনের সঙ্গে যোগ করে পুনরায় ছুটতে থাকে কয়লা বোঝাই মাল গাড়িটি, অন্যদিকে এই ঘটনার ফলে শুরু হয় যাত্রীদের ভোগান্তি, কারণ এই ঘটনায় দূরপাল্লার ট্রেন সহ একাধিক লোকাল গাড়ি আটকে পড়ে পিছনে, তবে এই ঘটনায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও রেলের গাফিলতির অভিযোগ তুলছে স্থানীয়রা, প্রসঙ্গত মাঝেমধ্যেই রেল দুর্ঘটনার খবর উঠে আসে।
কয়লা বোঝায় মালগাড়ির বগি খুলে বিপত্তি,দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীবাহী ট্রেনের, চাঞ্চল্য চন্দ্রকোনারোডে।

Leave a Reply